পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২০ মার্চ ২০২৫
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে খেলা অবস্থায় পুকুরে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো ওই গ্রামের নাহিদ মিয়ার ছেলে মোমিন মিয়া (৫) এবং মাইদুল ইসলামের ছেলে মোরছালিন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, সকালের দিকে বাড়ির পাশে খেলা করছিল ওই দুই শিশু। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ এইচ শামীম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।