ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে মাটি ধসে পাথর শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০২:১২ পিএম, ২০ মার্চ ২০২৫
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে রাতের আধারে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধসে এক কয়েস (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঙ্কারের সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কয়েস নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি সকালে রোপওয়ে বাঙ্কারে সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহমেদ জামিল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।