নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা-মা ও ছেলে গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২০ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, জেলার সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৮), লিটন মিয়ার ছেলে মো. নাহিদ আলম (২২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গ্রেফতাররা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজ গ্রামের অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিলেন তারা। গতরাতে গোপন সংবাদ মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

মো. আকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।