ভোলায় বাঁধের কাজ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২০ মার্চ ২০২৫
ফাইল ছবি

ভোলায় বেড়িবাঁধে জিও ব্যাগের কাজ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. রাশেদ (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।

বিজ্ঞাপন

নিহত রাশেদ ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহমানপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজ চলছিল। সেখানে জিও ব্যাগের কাজ করা নিয়ে সোহান সোহাগ বদ্দার ও গিয়াস উদ্দিন মিঝির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সোহান সোহাগ বদ্দার ও রাশেদসহ কয়েকজন সেখানে গেলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা বাধে। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে রাশেদসহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হন। এর মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ এখনো কেউ করেনি। তবে আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।