ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্তে দুই বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

এছাড়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও কীটনাশক উদ্ধার করে বিজিবি।

বিজ্ঞাপন

আটকরা হলেন- সাতক্ষীরার নরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে অরবিন্দ কুমার মণ্ডল (৬১) ও খুলনার ধীরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে সুকৃতি মণ্ডল (৩৮)।

মঙ্গলবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, সোমবার রাত সাড়ে ৮টায় খোসালপুর বিওপির হাবিলদার সিকদার ইউনূসের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করে বিজিবি। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার দুপুর ১২টায় মাধবখালী বিওপির সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১৪৪ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এসময় ১০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পৃথক এক অভিযানে আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

অপর এক অভিযানে গয়েশপুর বিওপির নায়েক ওয়াদুদ মল্লিকের নেতৃত্বে গোয়ালপাড়া গ্রাম থেকে ৪৬৯ পিস ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া এসব মাদক পরবর্তীতে ধ্বংসের জন্য বিজিবির স্টোরে জমা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক দুই বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পাসপোর্ট আইনে মামলার পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

শাহজাহান নবীন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।