কমিউনিটি ক্লিনিকের মেঝের নিচে মিললো ৩৫ বিষধর সাপের ডিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৮ মার্চ ২০২৫
উদ্ধার সাপের ডিম

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ক্লিনিকের মেঝে সংস্কারের জন্য খোঁড়ার সময় সাপের ডিমগুলো উদ্ধার করা হয়। মা সাপসহ আরও সাপ আশেপশে রয়েছে এমন শঙ্কায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

ডিমগুলো বিষধর সাপের বলে নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ শুভ।

সংস্কার কাজের শ্রমিকরা জানান, মেঝের ইট বের করার পর একটি গর্তের মধ্যে ৩০-৩৫টি ডিমের মতো কিছু দেখা যায়। পরে সেগুলো বের করে আনার পর সাপের ডিম বলে নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএইচসিপি) মুক্তা রানী দাস জানান, ক্লিনিকের মেঝে ভাঙা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা। মাঝেমধ্যে বিষধর সাপের গন্ধও পেতেন। এ কারণে তারা সাপ আতঙ্কে ছিলেন।

রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ শুভ বলেন, ডিমের আকার ও ধরন দেখে বিষধর সাপেরই মনে হচ্ছে। তবে কোন প্রজাতির সাপ তা এখনই বোঝা যাচ্ছে না।

আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।