গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, দুর্ভোগ চরমে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৮ মার্চ ২০২৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। ইফতারের আগে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। তবে বেতন পাওয়ার আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

পুলিশ জানায়, মহানগরীর তারগাছ এলাকায় সিগনেচার অ্যাপারেলস নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে বিকেল ৩টা থেকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইফতারের আগে মহাসড়ক অবরোধ করায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বাধ্য করে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পরে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় ২২ মার্চ কারখানা কর্তৃপক্ষ তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করবে। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে এক ঘণ্টার মতো মহাসড়ক বন্ধ ছিল।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।