যশোরে তুলা কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৮ মার্চ ২০২৫

যশোরের অভয়নগরে একটি তুলার কারখানাসহ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় আলীপুর গ্রামে রাজু ওয়েস্ট কটন রিফাইনারি কারখানাসহ গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যশোরে তুলা কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিল মালিকের ভাই ও কারখানার পরিচালক মদন সাহা জানান, রাত সাড়ে ৮টার দিকে কারখানার পেছনে ফেলে রাখা তুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে কারখানাসহ পাশাপাশি ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও মণিরামপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

আগুনে কারখানার মেশিন ও ১০টি গুদামে মজুত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

যশোরে তুলা কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার পেছন থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।