সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৮ মার্চ ২০২৫

চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় অংশে আটক আলমগীর শেখ নামের এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। আলমগীর শেখ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর শেখের ছেলে।

বিজ্ঞাপন

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে রঘুনাথপুর সীমান্তের ৭/৯-এস পিলার সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতে চলে যান আলমগীর। এসময় ভারতের ৭০০ গজ অভ্যন্তরে তাকে আটক করেন বিএসএফের নিমতিতা ক্যাম্পের সদস্যরা। পরে বিষয়টি নিয়ে বিএসএফের কমান্ডারের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টায় ওয়াহেদপুর সীমান্তে বিজিবি-বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএসএফ সদস্যরা আলমগীরকে বিজিবির কাছে হস্তান্তর করেন। তার ব্যবহৃত মাছ ধরার জাল ও নৌকাটিও ফেরত দেওয়া হয়।

অনুপ্রবেশের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।