ট্রেনের ইঞ্জিন বিকল, ভৈরবে আটকা কিশোরগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৫

ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভৈরবে আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী। ইঞ্জিন মেরামতে কত সময় লাগতে পারে সেটি নিশ্চিত নন ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোয়া ১টায় ভৈরব জংশনে এসে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ নামক স্থানে আসতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। রেলপথের যোগাযোগ সচল রাখতে অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে উল্টো পথে ফের ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয় ট্রেনটিকে। ইঞ্জিন মেরামত বা অন্য ইঞ্জিন আসতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।

তবে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসকে রাসেল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।