এক পশলা বৃষ্টিতে স্বস্তি এলো রাজশাহীর জনজীবনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৭ মার্চ ২০২৫

একমাস পর বৃষ্টির দেখা পেলো রাজশাহী। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এক পশলা বৃষ্টি নামে। এতে কিছুটা শীতল হয়েছে জেলার আবহাওয়া। স্বস্তি নেমেছে জনজীবনে। বৃষ্টিতে আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। সেই সময় বৃষ্টিপাত রেকর্ড কারা হয় ৪ দশমিক ৪ মিলিলিটার। বৃষ্টির আগে সোমবার সকাল ৯টায় দিনের তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর দুপুর ২টায় তাপমাত্রা রেকর্ড হয় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার দুপুরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে সকাল ১০টার দিকে একটু বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হয়েছে সেটি নাম মাত্র। এর ফলে দিনে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত রেকর্ড করার মত বৃষ্টি হয়নি।

একমাস পর বৃষ্টির দেখা পেলো রাজশাহী। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এক পশলা বৃষ্টি নামে। এতে কিছুটা শীতল হয়েছে জেলার আবহাওয়া

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে রাজশাহীতে গত কয়েকদিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ফলে রমজানের মধ্যে প্রচণ্ড গরম অনুভব করছিল রাজশাহীবাসী। টানা দাবদাহের পরে সোমবার সকাল ১০টার দিকে হওয়া বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।

একমাস পর বৃষ্টির দেখা পেলো রাজশাহী। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এক পশলা বৃষ্টি নামে। এতে কিছুটা শীতল হয়েছে জেলার আবহাওয়া

নগরীর নিউ মার্কেট এলাকার রিকশাচালক নাজির আলী বলেন, রোজা থেকে গতকাল (রোববার) তেমন গাড়ি চালাতে পারিনি। আগের দিনে গরমে শরীর অনেকটা খারাপ হয়েছিল। আজ সকালেও ভেবেছিলাম চালাতে পারবো না। এখন একটু বৃষ্টিতে দিনটা ঠান্ডা হয়েছে। তাই এখন গাড়ি চালাতে পারছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজশাহীর সাহেব বাজারের সবজি বিক্রেতা নাসির উদ্দিন টুকু বলেন, গতকাল ছাতা নিয়ে গামছা ভিজিয়ে রোদের মধ্যে বসে ব্যবসা করেছি। আজ দিন একটু ঠান্ডা আছে। তাই আজ বড় করে দোকান দিয়েছি।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।