ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে আটকে রাখে জনতা, উদ্ধার করলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:১৪ এএম, ১৭ মার্চ ২০২৫
দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুরে এক ব্যবসায়ীকে আটকে রাখে জনতা

দুই শিশুকে মোবাইলে পর্নো ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের (সিঅ্যান্ডবি ঘাট) ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশ মানুষ। প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

রোববার (১৬ মার্চ) রাত দশটার দিকে সদর উপজেলার নদীবন্দর (সিঅ্যান্ডবি ঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। তবে পুলিশ ও সেনা সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে।

ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এন কে বি নয়ন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।