দেশ সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৬ মার্চ ২০২৫
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম

বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, এখনো আমরা ভোটাধিকার পাইনি। আমাদের অনেক ভাই-বন্ধু এখনো একটা ব্যালট পেপার বাক্সে ভরে দেখতে পারেনি। শেখ হাসিনা নির্বাচনকে একটা তামাশায় পরিণত করেছেন। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের আয়োজনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।

দেশ সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে: শামা ওবায়েদ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শামা ওবায়েদ আরও বলেন, ‘হাসিনা চলে গেছে কিন্তু ভাইয়েরা ষড়যন্ত্র যায়নি। সবচেয়ে দুঃখজনক হলো, গত ১৫ বছর যারা আমাদের মাঝে ছিল না, যাদের কখনো কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি; তাদের ঘাড়ের ওপরে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফজলুল হক টুলু ও আজম খান, ড্যাবের জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম রুমান প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।