পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ মার্চ ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মো. নিজুম (৩)।

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় গোসল করছিল। এসময় হঠাৎ সে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়ি না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।