কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ মার্চ ২০২৫
ফাইল ছবি

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বিল্লাল হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি ছিলেন। রাতে কে বা কারা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।