ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মামলার আসামি মনেক ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুর্ধর্ষ ডাকাত মন্নাক মিয়া ওরফে মনেক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি এলাকা থেকে র্যাব-৯ তাকে গ্রেফতার করে। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বড়িকান্দিতে বিয়েবাড়িতে গুলি চালানোর ঘটনায় আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগমের করা মামলায় মন্নাক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ মোট ২০টি মামলা চলমান। এরমধ্যে কিছু মামলায় তিনি জামিনে আছেন।
এর আগে ৩ ফেব্রুয়ারি বড়িকান্দি গ্রামে এক বিয়েবাড়িতে গুলি চালানোর ঘটনায় বাবা-ছেলেসহ চারজন আহত হন। এ ঘটনায় সেলিনা বেগম মন্নাক মিয়াসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় দায়ের করেন।
আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস