হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৬ মার্চ ২০২৫

হবিগঞ্জে নাহিদুল ইসলাম (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর।

বিজ্ঞাপন

অপহৃত শিশু নাহিদুল হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।

হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৩

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হয়। রাত পৌনে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তিনজনকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার তিন অপহরণকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।