চিরকুট লিখে প্রাণ দিলো ইভটিজিংয়ের শিকার কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৫ মার্চ ২০২৫

পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম নাজনিন জাহান কুমকুম।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে আসা-যাওয়ার পথে কুমকুমকে উত্ত্যক্ত করতো একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী। বিষয়টি ওই ছাত্রের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানায় ভুক্তভোগীর পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে কুমকুম ও তার আরেক সহপাঠীর ছবির সঙ্গে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় ওই ছাত্র। বিষয়টি জানার পর চিরকুট লিখে আত্মহত্যা করে কুমকুম।

বিজ্ঞাপন

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।