সুন্দরবনের গহীন থেকে এক নারী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০২ এএম, ১৪ মার্চ ২০২৫

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্য বাদুজুলি এলাকার একটি খালের পাশে গাছের ডালে বসে থাকা অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন আলমগীর ও রহমান গাজী নামে দুই জেলে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম জানতে চাইলে তিনি বলেন, শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন এলাকাবাসী।

জেলেরা জানান, তারা নৌকায় করে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ফিরে আসার সময় বাধুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়ি এনে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি জেলেরা বাড়ি আসার সময় না কি এক বৃদ্ধ নারীকে গাছের ডালে শুয়ে ছিল দেখতে পান। পরে তারা সেই নারীকে সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমান তিনি অসুস্থ। এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পৌঁছালেন এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জেনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।