বেশি দামে সয়াবিন তেল বিক্রি করে জরিমানা গুনলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৩ মার্চ ২০২৫

ফেনীর লেমুয়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বোতলের গায়ে লাগানো দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সূত্র জানায়, ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এসময় মেসার্স আকবর স্টোর সয়াবিন তেলের বোতলের মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করায় ৫ হাজার টাকা, বন্ধন পোল্ট্রি ফার্মে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলাব্যাপী বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।