পানিতে ডুবে দাদি ও নাতনির মৃত্যু


প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ মে ২০১৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চরাঞ্চলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দাদি সখিনা বেগম (৭৫) ও নাতনি মিম আক্তারের (৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভাড়রা ইউনিয়নের মীর কুটিয়া গ্রামের ধলেশ্বরী শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে দাদি সখিনা বেগম তার নাতনি মিম আক্তারকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে যান। এসময় দাদি ও নাতনি দুজনেই পানিতে ডুবে যান।

মুমূর্ষু অবস্থায় শিশু মিমকে উদ্ধার করা গেলেও সখিনা বেগম পানিতে তলিয়ে যান। এর কিছুক্ষণ পর তার মরদেহ ভেসে উঠে।

এদিকে স্বজনরা শিশু মিমকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।