সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:১১ পিএম, ১২ মার্চ ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই ১২ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুর বাবা কয়েক বছর আগে মারা যান। তার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। বাক প্রতিবন্ধী শিশুটি তার নানাবাড়ি গোপীনাথপুরে থাকে। আটক ইব্রাহিম গাজীর বাড়ি ও ওই শিশুর নানার বাড়ি একই জায়গায়। বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম গাজী শিশুটিকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে বিষয়টি শিশুটির নানীসহ আশপাশের লোকজন জানতে পেরে ইব্রাহিম গাজীকে আটকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শিশুটিকে আদালতের মাধ্যমে মেডিকেলে পাঠানো হয়েছে। ধর্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইচআরআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।