চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণইফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বুধবার (১২ মার্চ) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনারে এ ইফতার মাহফিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা।

বিজ্ঞাপন

গণইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রমজানের তাৎপর্য, সামাজিক বৈষম্য দূরীকরণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্য সচিব সাফফাতুল ইসলাম বলেন, রমজান শুধু সংযমের মাসই নয়; এটি মানবতা, ন্যায়বিচার ও সাম্যের শিক্ষা দেয়। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজিবুল ইসলাম, রেজাউল বাসার প্লাবন, ফাহিম উদ্দিন মভিন, মাহবুব ইসলাম আকাশ, সানজিদা তাবাসসুম মিথীন, তাসলিম আল মাহমুদ, আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদ লাবিব মন্ডল, জান্নাতুল বাসার শ্রাবণ, জান্নাতুল মাওয়া, আঞ্জুমান হাবিবাসহসহ গণইফতার মাহফিলে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এসআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।