উন্মুক্ত হচ্ছে কক্সবাজার মডেল মসজিদ, উদ্বোধন করবেন ড. ইউনূস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১২ মার্চ ২০২৫
কক্সবাজার জেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র

কক্সবাজার জেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে শুক্রবার (১৪ মার্চ)। ওইদিন নবনির্মিত এ মসজিদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। এ উপলক্ষে মসজিদ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

বিজ্ঞাপন

জেলা শহরের প্রাণকেন্দ্র কাচারি পাহাড়ে পুরোনো কেন্দ্রীয় জামে মসজিদটি ভেঙে সেখানে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীতে চার তলাবিশিষ্ট কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত বিভাগ ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে সুরম্য এ মসজিদটি।

কক্সবাজার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ও প্রকল্প তদারক কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, বহুমুখী সুবিধাসম্বলিত মসজিদ ভবনটি ১৭ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ভবনটির কাজ শতভাগ সম্পন্ন। ভবনটির নিচতলায় গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, পাম্প রুম, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালকের অফিস, পুরুষ মুসল্লির অজুখানা, জেনারেটর রুম, মরদেহ ধোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজ কক্ষ, গণশিক্ষা কেন্দ্র, ডাইনিং রুম, রান্নাঘর, স্টোররুম, ইসলামিক বুক সেন্টার ও গার্ডরুম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উন্মুক্ত হচ্ছে কক্সবাজার মডেল মসজিদ, উদ্বোধন করবেন ড. ইউনূস

দ্বিতীয় তলায় নামাজের মূল স্থান, পুরুষ মুসল্লির অজুখানা, ইসলামি ফাউন্ডেশনের পরিচালকের অফিস, হিসাবরক্ষকের রুম, ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীদের রুম, ইসলামি গবেষণা কেন্দ্র, ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালকের কক্ষ। তৃতীয় তলায় পুরুষ ও নারীদের পৃথক নামাজের স্থান, পুরুষ ও নারীদের পৃথক অজুখানা, ইসলামি লাইব্রেরি ও সম্মেলন কক্ষ। চতুর্থ তলায় পুরুষদের নামাজের স্থান, হেফজখানা, পুরুষ মুসল্লিদের অজুখানা, ইমামের কক্ষ, শিক্ষকদের কক্ষ, খাদেম ও মোয়াজ্জেমের কক্ষ, দুটি গেস্ট রুম ও বারান্দা রয়েছে।

আরও জানানো হয়, নতুন মসজিদের ভেতরে নারী-পুরুষ মিলিয়ে এক হাজার ২০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের জায়গা আছে। বাইরের খোলা জায়গাসহ হিসাব করলে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে নবনির্মিত কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর আসরের নামাজের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের নামাজ আদায়ের জন্য মসজিদটি উম্মুক্ত করে দেওয়া হবে। বুধবার থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠান সফল করতে পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, ১৯১৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মুনসী উজির আলীসহ কয়েকজন হিতৈষী ব্যক্তির উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদটি প্রতিষ্ঠা হয়। প্রথমে মসজিদটির নাম ছিল ‘মুনসী উজির আলী মসজিদ’। পরে এটিকে ‘কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ’ নামকরণ করা হয়। এখন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সারাদেশের ন্যায় ‘কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

বিজ্ঞাপন

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।