বরিশাল

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১১ মার্চ ২০২৫

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি ও একটি দোকানে ফুডকালার বিক্রয়সহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর রুপাতলী ও বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি রেস্টুরেন্টে ও দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, অভিযানে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় হুমাহুম রেস্তোরাঁ ও খাবার বাড়ি রেস্তোরাঁ অ্যান্ড সুইটমিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি রুপাতলী এলাকায় অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে খোলাভাবে ইফতার সামগ্রী বিক্রয় এবং একটি দোকানে ফুডকালার বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী বিক্রয় করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুনগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করে পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার ও মোহাম্মদ লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেনসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

শাওন খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।