ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ইমামসহ দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১১ মার্চ ২০২৫
প্রতীকী ছবি

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাদ (২২) মো. বেলাল হোসেন (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে চরফ্যাশন উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে মো. বেলাল হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি বাড়ির পাশের একটি মসজিদের ইমামের দায়িত্বপালন করতেন।

অন্যজন মো. রাহাত ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাসবাড়ি হালটেক এলাকার মো. ফারুকের ছেলে। তিনি পেশায় একজন টমটমচালক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতদের বেলাল হোসেনের পরিবার সূত্রে জানা যায়, বেলাল বাড়ির পাশে একটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করতেন। মঙ্গলবার সকালের দিকে ওই মসজিদের পাশের একটি নির্মানিধিন মাদ্রাসার ইটে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

অন্যদিকে রাহাদের পরিবার জানায়, সকালের দিকে চরফ্যাশন উপলোর জাহানপুর খাসবাড়ি হালটেক এলাকায় বাড়ির পাশে নিজের টমটম বৈদ্যুতিক পাম্প মেশিন দিয়ে পরিস্কার করছিলেন। এসময় পাম্প মেশিনের তারে ছিদ্র থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুয়েল সাহা বিকাশ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।