নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২৩ পিএম, ১১ মার্চ ২০২৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে চানমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে হামিদুল ইসলাম বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক রয়েছেন।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।