রাজশাহীতে পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৮ মার্চ ২০২৫

রাজশাহীতে পুকুর হত্যা বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টায় নগরীর টিকাপাড়া বৌ বাজার মোড়ে অবস্থিত পুকুর পাড়ে এ মানববন্ধন হয়। জেলার উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস’ ও টিকাপাড়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

স্থানীয় বাসিন্দা ইফতেখার রুবেল বলেন, টিকাপাড়ার পুকুরটি চার এলাকার মানুষের জন্য অত্যন্ত জরুরি। এই পুকুর ছাড়া আশেপাশে এক দেড় কিলোমিটারের মধ্যে কোনো পুকুর নেই। বিগত দিনে অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করে আগুন নেভানো হয়েছিল। পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটির সুরক্ষা নিশ্চিত করতে হবে। যারা পুকুর ভরাটের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। এই পুকুরটিও দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর ৯৫২টি পুকুর পুনরুদ্ধার করতে হবে।

ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, রাজশাহীর আর কোনো পুকুর হত্যা করতে দেওয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সঙ্গে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই পুকুরটি না থাকলে সাগরপাড়া, খুলিপাড়া, মহলদার পাড়া, টিকাপাড়া, মাছুয়া পাড়ার মানুষের নিত্যদিনের নানাবিধ কাজ করার কোনো জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সাখাওয়াত হোসেন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।