রাজবাড়ীতে ন্যায্যমূল্যের দাবিতে পেঁয়াজ চাষিদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৭ মার্চ ২০২৫

চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও ন্যায্য মূল্য না পাওয়া যাচ্ছে না দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে কৃষকরা এ মানববন্ধন করেন। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও হালি পেঁয়াজের দাম পাচ্ছেন না তারা। এবার প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নূন্যতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম পেলে উৎপাদন খরচ উঠবে। তারা পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি করেন।

এসময় কৃষক আজিবুর রহমান, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, হান্নান মণ্ডলসহ এলাকার অন্য কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। সারাদেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় উৎপাদন হয়। এ বছর জেলায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন।

রুবেলুর রহমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।