ভোলায় ডোবা থেকে দেশীয় ১৪ অস্ত্র উদ্ধার

ভোলায় মেঘনা নদীর তীরবর্তী একটি ডোবা থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৭ মার্চ) দুপুরের দিকে দৌলতখান উপজেলার চরলামছি পাতা গ্রামে একটি ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বেলা ১১টার দিকে তাদের কাছে খবর আসে, ওই এলাকায় চর দখল নিয়ে কিছু লোক অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা অস্ত্র রেখে পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডোবা থেকে ১৪টি বিভিন্ন সাইজের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এএসএম