ছিন্নমূল মানুষকে নিয়ে ইফতারি করলেন ছাত্রদল নেতা রোমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৫ মার্চ ২০২৫

রাজবাড়ী‌তে রেলস্টেশনে থাকা অসহায় ছিন্নমূল ৬০ রোজাদার‌কে নি‌য়ে রেস্টুরেন্টে ইফতারি করলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের পালকী চাইনিজ‌ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহ‌ফিল হয়। এতে মোনাজাত করেন হাফেজ মো. আরাফাত।

বিজ্ঞাপন

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নের কু‌লির সর্দার মো. কালুসহ স্টেশনে থাকা ছিন্নমূল রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছি‌লেন।

তারা বলেন, ইফতা‌র করার জন‌্য আমা‌দের দাওয়াত করেছি‌লেন আরিফুল ইসলাম রোমান। কিন্তু এত সুন্দর হোটেলে ইফতার করাবেন ভা‌বি নাই। এর আগে এরকম হোটেলে আমরা কখনো খাই নাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রদল নেতা রোমান বলেন, সমা‌জের অসহায় মানু‌ষের পা‌শে আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সময় থাকার চেষ্টা ক‌রি। অনেকে আছেন যারা রেস্টুরেন্টে এসে খাওয়া তো দূরের কথা, ঢোকারও সাহস পান না। আমার ইচ্ছা ছিল রমজা‌নে তাদের নি‌য়ে জেলা শহ‌রের সবচেয়ে ভালো রেস্টু‌রেন্ট ইফতার করবো। রেল‌স্টেশ‌নে থাকা অসহায় ব‌্যক্তি‌দের নিয়ে পালকী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও রা‌তের খাবার খেয়েছি।

রু‌বেলুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।