আম ছাড়াই আমের জুস, কারখানা মালিকের তিন মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ মার্চ ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে ভেজাল জুস তৈরির অপরাধে কারখানার মালিক মো. দুলাল উদ্দিনকে (৫০) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার।

দণ্ডপ্রাপ্ত কারখানা মালিক মো. দুলাল উদ্দিন গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই ভেজাল জুস কারখানা পরিচালনা করে আসছিলেন।

আম ছাড়াই আমের জুস, কারখানা মালিকের তিন মাসের কারাদণ্ড

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চালিয়ে দেখা যায়, কারখানায় শুধু ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে আমের জুসসহ অন্যান্য কোমল পানীয় তৈরি করা হচ্ছিলো। বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুসের বোতলে নকল জুস ভরে বিক্রি করা হচ্ছিলো। পুরো কারখানায় তল্লাশি চালিয়ে আমের অস্তিত্ব পাওয়া যায়নি। কারখানারটির কোনো অনুমোদন নেই। এমতাবস্থায় কারখানার মালিক মো. দুলাল উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জুসের বোতল, জুস উৎপাদনের কেমিক্যাল ও রং নষ্ট করাসহ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আম ছাড়াই আমের জুস, কারখানা মালিকের তিন মাসের কারাদণ্ড

অভিযানে সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।