চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ করে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হারুন-অর রশিদের উপর হামলার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে গণ অধিকার পরিষদের নেতা আব্দুর রাকিব এ হামলা করেছেন জানা গেছে। এতে চেয়ারম্যানসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের মহানন্দা ব্রিজ সংলগ্ন বারঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অভিযুক্ত আব্দুর রাকিব গণ অধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

হামলায় আহতরা হলেন, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের শারমিন, শিহাব, রহমত, নাজমুল, সাকিব ও বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চেয়ারম্যানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ করে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

স্থানীয়রা জানান, গণ অধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঙ্গে বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদের বিরোধ চলছিল। এর জেরে রাতে বারঘরিয়া বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হারুনকে লক্ষ্য করে রাকিবসহ কয়েকজন ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এসময় হারুনকে তার বাম হাত ভেঙ্গে দেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে গণ অধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

গণ অধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি বলেন, কিছুদিন আগে বিভিন্ন অনৈতিক কার্যক্রমের অভিযোগে এক মাসের জন্য আব্দুর রাকিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লোকজনের কাছে শুনেছি রাকিব বারোঘরিয়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে যে বা যারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে প্রশাসন তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক এটাই চাই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোহান মাহমুদ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।