৯ বছর আগে গুম দুই ভাই, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
গুম হওয়া দুই ভাইয়ের বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত টিম

ঘটনা ২০১৬ সালের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন থেকে মিজানুর রহমান নামের একজনকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শকসহ (এসআই) কয়েকজন পুলিশ সদস্য। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করেন ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম।

একপর্যায়ে রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে রেজাউলকেও উঠিয়ে নিয়ে যান সাদা পোশাকের পুলিশ সদস্যরা। এরপর থেকেই নিখোঁজ দুই ভাই।

বিজ্ঞাপন

৯ বছর আগে গুম দুই ভাই, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

দীর্ঘ ৯ বছর পর নিখোঁজ দুই ভাই গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আট সদস্যের একটি টিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিখোঁজ দুই ভাইয়ের বাবা মোহাম্মদ আইন-আল হক বলেন, ‘বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে আমার দুই ছেলেকে গুম করে রাখা হয়েছে। আমি আমার ছেলেদের ফেরত চাই।’

৯ বছর আগে গুম দুই ভাই, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা, গুম, খুন ও তথ্য প্রধান সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন বিএনপি নেতাকে গুম করে আওয়ামী লীগের ইঙ্গিতে হত্যা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ হত্যাকাণ্ডের বিচার হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।