সড়কের পাশে থেমে থাকা ট্রাকে আগুন, ঘুমন্ত কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

কিশোরগঞ্জে সড়কের পাশে থামিয়ে রাখা একটি ট্রাকে আগুন লেগে পুড়ে প্রাণ গেছে ঘুমন্ত এক কিশোরের। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়।

তার নাম নাঈম মিয়া (১৩)। সে শহরতলির সতাল এলাকার লোকমান মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে সদর উপজেলার সতাল এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা ওই ট্রাকে আগুন লাগার এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি জানান, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখেন এলাকাবাসী আগুন নিভিয়েছে। ট্রাকের সামনের অংশ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নাঈমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় নাঈমের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি আরও জানান, ট্রাকটি নাঈমের মামা হারিছ মিয়ার। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে ট্রাকটি থামিয়ে রাখা হয়। সেখানে চালকের আসনে ঘুমিয়ে ছিলেন কিশোর নাঈম। গভীর রাতে আগুন ধরে গেলে সেই আগুনে গুরুতর দগ্ধ হয় সে।

এসকে রাসেল/আয়ান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।