উরসের অনুষ্ঠানে গরুর পচা মাংস বিক্রি, কসাই পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি উরসের অনুষ্ঠান উপলক্ষে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের নাল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত কসাই পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উরস পালন করেন স্থানীয় নবাব আলী। এবছরও উরস পালনের সিদ্ধান্ত নেন। উরস উপলক্ষে তিনি আগেই মাংসের অর্ডার দেন। সোমবার ভোরে স্থানীয় নাল্লাপাড়া বাজারের কসাই মোহাম্মদ আলীর কাছ থেকে ৫৫ কেজি গরুর মাংস কেনেন। মাংস কেনার পর বাসায় গিয়ে বেশিরভাগ মাংস পচা দেখতে পান নবাব আলী। পরে তিনি ওই মাংস বাজারে নিয়ে এসে বিষয়টি জানালে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে কসাই মোহাম্মদ আলী পালিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদ আলীর মাংস বিক্রির স্থান অস্বাস্থ্যকর। তবে সেখানে কসাই মোহাম্মদ আলীকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কসাই মোহাম্মদ আলী রাতের আঁধারে মাংস কিনে বিক্রি করেন। এর আগেও তার কাছ থেকে কেনা মাংস পচা পাওয়া গেছে।

অভিযোগকারী নবাব আলী জাগো নিউজকে বলেন, ‘পচা মাংস ফিরিয়ে দিতে গেলে কসাই ফেরত নেননি। পরে বিষয়টি স্থানীয় ও ব্যবসায়ী নেতাদের জানালে কসাই পালিয়ে যান। আমি তার বিচার চাই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাংসগুলো দেখে অনেক আগের মনে হচ্ছে। ধারণা করছি, অনেক আগে অসুস্থ গরুর মাংস জবাই করে বিক্রি করা হয়েছে। পরে আবার দুপুরে টাঙ্গাইল শহর থেকে নতুন করে মাংস কিনে এনেছি।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীকে একাধিক ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় বাজার সমিতির সভাপতি আব্দুল গফুর জাগো নিউজকে বলেন, মাংসগুলো খাওয়ার অযোগ্য ছিল। কসাই মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার দোকান বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।