বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মাদ আকন্দ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মাদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের সিকিনী গ্রামের মৃত বুল আকন্দের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শনিবার যোগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারির জমিতে বোরো ধান রোপণের কাজ নেন আকন্দ। রোববার সকাল থেকেই আকাশে মেঘের গর্জনে হালকা বৃষ্টিপাত শুরু হয়। তখন মোহাম্মাদ বীজতলা থেকে চারা ওঠানোর সময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলবি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।