নাটোরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আজব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আলিফ নামে এক কিশোর আহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়া এবং সলইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নন্দীকুজা কান্দিপাড়া গ্রামের আজব আলী (৭০) নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে মারা যান। আজব আলী ওই গ্রামের আকালী প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। সেসময় আজব আলী বাড়িতে ঢুকছিলেন। হঠাৎ বজ্রপাতে আজব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে একইদিনে বজ্রপাতে সলইপিাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আলিফ (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিতা হালদার জানান, আজব আলীকে হাসপাতালে আনা হয়নি। তবে কিশোর আরাফাত হাসপাতালে ভর্তি রয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।