কক্সবাজারে ২০০ কিলোমিটারের আলট্রা ম্যারাথন প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের মেরিন ড্রাইভে ২০০ কিলোমিটারের কোস্টাল আলট্রা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে কোস্টাল আলট্রা বাংলাদেশ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়িয়ে দিতে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারে ২০০ কিলোমিটারের আলট্রা ম্যারাথন প্রতিযোগিতা

দেশে প্রথমবারের মতো আয়োজিত ২০০ কিলোমিটার দৌড়ের শেষ বিন্দুতে সর্বপ্রথমে পা রাখেন এ বিএম সিদ্দিকুল আবেদীন। নারীদের মধ্যে সিফাত ফাহমিদা নওশিন। প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশ নেন। ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়ে অংশ নিয়েছেন তারা। দৌড়বিদরা। রেস ট্র্যাকে অংশগ্রহণকারীদের সামগ্রিক সহায়তায় ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কক্সবাজারে ২০০ কিলোমিটারের আলট্রা ম্যারাথন প্রতিযোগিতা

আয়োজক সমন্বয়ক সুফি সেলিম রেজা জানান, দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘ দূরত্বের দৌড় বা আলট্রা-ম্যারাথন আয়োজনের মাধ্যমে দেশে স্পোর্টস ট্যুরিজমের প্রসার, ভ্রমণপিপাসু মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে উদ্বুদ্ধকরণ এবং একইসঙ্গে উপকূলের পরিবেশগত ভারসাম্য ও সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ আলট্রা-ম্যারাথনের আয়োজন করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।