নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:২১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

 

নওগাঁ ব্লাড সার্কেলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নাহিদ হাসানকে সভাপতি ও রিজভী আহম্মেদ রিজোয়ানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলায় ফ্রি ব্ল্যাড গ্রুপিং ক্যাম্পেইন শেষে শহীদ মিনার চত্বরে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা কাজী মহিউদ্দিন আলমগীর। ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী এক বছর দায়িত্বপালন করবে।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাদ হুসাইন ও তারেক হাসান আলিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম, সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন, অর্থ সম্পাদক রাহাদ হাসান আকাশ, প্রচার সম্পাদক রাসেল মিয়া, দফতর সম্পাদক নাজমুল হাসান ও কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ রাফি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

এসময় নওগাঁ ব্ল্যাড সার্কেলের উপদেষ্টাদের মধ্যে অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, ডা. আব্দুল মতিন, অ্যাডভোকেট আব্দুল মুয়ীদ, সাঈদ জোবায়েদ অনিক, আরমান হোসেন রুমনসহ স্থায়ী পর্যবেক্ষক কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ আলম উপস্থিত ছিলেন।

নতুন সভাপতি নাহিদ হাসান বলেন, ২০১৭ সাল থেকে নওগাঁয় রক্তদান সচেতনতা ও তারুণ্যের ইতিবাচক বিকাশে কাজ করছে নওগাঁ ব্ল্যাড সার্কেল৷ এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি রোগীকে আমাদের সদস্যরা রক্তদান করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা রক্তদান সচেতনতা ছাড়াও আমরা পথশিশুদের জীবনমান উন্নয়ন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চিকিৎসা, মাদকবিরোধী ক্যাম্পেইন, দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এ কার্যক্রম আরও বড় পরিসরে করা সম্ভব।

আরমান হোসেন রুমন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।