বালু উত্তোলনের প্রতিবাদ, সাগরে ফেলা সেই জেলের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:২০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় সাগরে ফেলে দেওয়া রামদাস (৩২) নামের জেলের মরদেহ চার দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (২১ ডিসেম্বর) মুরাদপুর ইউনিয়নের সাগর উপকূলে গুলিয়াখালি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নৌপুলিশ ও রামদাসের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে রামদাস ও লিটন দাস সমুদ্রে মাছ ধরতে যান। এসময় সমুদ্র থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিড়ে যায়। এতে ড্রেজারে উঠে প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা রামদাসকে মারধর করে সমুদ্র ফেলে দেয়

রামদাসের ভাই প্রেমদাস বলেন, সমুদ্রের মাঝে মাছ শিকার করে চলে জেলেদের জীবিকা। বালু উত্তোলনকারীদের কারণে সেই জেলেরা আজ কোণঠাসা। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদের ভাষা রাষ্ট্রের কানে যায় না। যার কারণে বলি হতে হলো রামদাসকে। বিধবা হল আমার ভাবি। আমার পাঁচ বছরের ভাতিজি পিতার আদর থেকে চিরতরে বঞ্চিত হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সীতাকুণ্ড নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, রামদাস নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়ার জন্য অভিযান অব্যাহত ছিল। সকালে একটি মরদেহ গুলেখালি সমুদ্র উপকূলে ভাসতে থাকার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে রামদাসের মরদেহ শনাক্ত করি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।