চাঁপাইনবাবগঞ্জ

দুপুরে আজহারীর বয়ান, রাত থেকে মাঠে অপেক্ষায় শত শত মুসল্লি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বয়ান করবেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (২২ ফেব্রুয়ারি) জোহরের নামাজ শেষে তিনি জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে বয়ান করবেন। তাই শুক্রবার দিবাগত রাত থেকেই মাঠে অপেক্ষা করছেন শত শত মুসল্লি।

শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের আম বাগান মাঠে গিয়ে দেখা যায়, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, গোমস্তাপুর, ভোলাহাট, বাঘাসহ বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করছেন। এমনকি রাতের খাওয়া-দাওয়াও সেরেছেন এখানেই।

বিজ্ঞাপন

রাজশাহী জেলার চারঘাট পৌর এলাকার বাসিন্দা আব্দুল হালিম বলেন, অনেক দিনের ইচ্ছা ছিল ড. মিজানুর রহমান আজহারীর বয়ান কাছে থেকে শুনবো। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। অনলাইনে দেখলাম শনিবার চাঁপাইনবাবগঞ্জে আসবেন তিনি। তাই শুক্রবার সন্ধ্যায় মাঠে এসে উপস্থিত হয়েছি। রাতে এখানেই খাওয়া-দাওয়া করেছি।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোমস্তাপুর উপজেলার বাসিন্দা তামান্না ইসলাম বলেন, ড. মিজানুর রহমান আজহারী আসবেন শুনে রানিহাটি এলাকায় আমার আত্মীয়র বাড়িতে এসেছি।

মাহফিলের সভাপতি মাওলানা আবুজার গিফারী বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। আমরা প্রায় ১৪ লাখ মানুষের বসার ব্যবস্থা করেছি।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।