ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

 

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে যুবলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুবলীগ নেতাসহ ছয়জন সদরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জুয়েল (৪৬), অন্যান্য মামলার আসামি মো. মোশারফ হোসেন (৫০), মো. আশিক মিয়া (৩২), মো. আল আমিন (২৬), মো. মামুন মিয়া (২৪) ও পরিনসু রোজারিও ওরফে লিটন (৫৩)। তারা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, জেলাজুড়ে অপারেশন ডেভিল হান্ট সারাক্ষণ চলছে। বিভিন্ন মামলার আসামিসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এমন লোকজনসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু, এমডিকেএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।