ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়ার নেতৃত্বে র্যালি নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল ৯টায় আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। উপাচার্যের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুপার নিউমারারির অধ্যাপক মো. ফেরদৌস, এছাড়া বিশেষ আলোচক হিসেবে আছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসকে রাসেল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।