টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর ওপর অভিমান, ফাঁস নিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ওই গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাবেয়া পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর স্বামী সাইদুল জানালা দিয়ে দেখেন, রাবেয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। বিষয়টি থানায় জানানো হয়। পরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে দরজা ভেঙে রাবেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।