নওগাঁয় রোভার স্কাউটসের নতুন কমিটির অভিষেক

নওগাঁ জেলা রোভার স্কাউটসের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের ডানা পার্ক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, জেলা রোভারের নবনির্বাচিত কমিশনার নাসিম আলম, সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমানসহ রোভারের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে রোভার স্কাউটস সদস্যদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রজন্মকে কাজে লাগাতে হবে। সাম্যতার বাংলাদেশ প্রতিষ্ঠায় রোভারের অংশগ্রহণ অতি প্রয়োজন।
আরমান হোসেন রুমন/জেডএইচ/জেআইএম