অবসরপ্রাপ্ত পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিন্টু মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কুমিল্লা সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার রুহুল আমিনের ছেলে মো. আরমান (২৭) ও একই এলাকার হরমুজ আলীর ছেলে মো. সৌরভ (২৬)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। গত বছরের ১১ অক্টোবর বেলা ১১টার দিকে মিন্টু মিয়া ও তার ভাই ইব্রাহিম মিয়া তাদের জমি থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বাদেকল্পা এলাকায় প্রতিপক্ষের লোকজন পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কোপানো শুরু করে। এসময় মিন্টু মিয়া ও ইব্রাহিম মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করলে ঘটনাটি আমাদের (র‌্যাব) নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিহত মিন্টু মিয়া ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার আবদুল করিমের ছেলে। তিনি আর্মড পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।