পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের সময় চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটকরা হলেন উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯), উপজেলার ভান্নারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া (২২)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনের মালামাল লুটের সময় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত সাতটি পিকআপ নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন তাদের চারজনকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল গিয়ে তাদের আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।