চাঁপাইনবাবগঞ্জে ১০ ভারতীয় মহিষ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ১০টি মহিষ জব্দ করেছে বিজিবি। বুধবার (ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাদ্দামের চর এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চরবাগডাঙ্গার সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিকবিহীন অবস্থায় ১০টি মহিষ জব্দ করা হয়। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে সেখানে বেঁধে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জব্দ মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।