ময়মনসিংহে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:১৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে গত ২৪ ঘণ্টার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম ফেরদৌস (৬০), গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেশমা আক্তার (৫০), সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া (৩৫), সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন (৩৮), যুবলীগ নেতা মো. আব্দুল আল রাসেল (৩৮), মো. আনোয়ার হোসেন (৩২) ও আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪০)।

ময়মনসিংহে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ২০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন মামলায় সাগর মিয়া (৩২), শাহাদাত হোসেন বাবু (৩২), মনিরুল কাইয়ুম হৃদয় (৩৩), বিপ্লব (৩০), নুরুল আমিন নুরু ওরফে লাল চাঁন (৩০), মো. রাজীব (২৯), রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ (২৯), সোহেল হাসান ওরফে ধইন্যা (৩১), সুজন (২৫), রুমান (৪২), সামাদুল মীর (৬৫), মো. ফরিদ আহমেদ শুভ্র (৩২) ও মো. ফরহাদ হোসেন শান্ত (২৪)। তারা সদরসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতাররা সদরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ময়মনসিংহে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে তোলা হলে বিচারক রাজিব আহম্মেদ তালুকদারের নির্দেশে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।